অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫ | ১০ই মাঘ ১৪৩১


ভোলার খায়েরহাট হাসপাতালের ডাক্তা নার্সের দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:১১

remove_red_eye

৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় খায়েরহাট ৩০ শয্যা হাসপাতালে ডাক্তার ও নার্স প্রদায়নের দাবিতে বৃহস্পতিবার এলাকার হেলপিং হ্যান্ড সোস্যাল ফোরামের ব্যানারে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার  বিভিন্ন পেশার সহ্রসাধিক মানুষ মানববন্ধন ও সমাবেশ করে ডাক্তার ও নার্স নিয়োগের দাবি জানান। চরম ক্ষোভ প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ রাইসুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মাসুদ সিকদার, মোঃ সালাউদ্দিন,  প্রমুখ। স্থানীয়রা জানান, ৩ উপজেলার ৫ ইউনিয়নের প্রায় দেখ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাধীনতার পর হাসপাতালটি স্থাপিত হয়।  মানুষ নিয়মিত চিকিৎসা  পেয়ে আসছিল।  সম্প্রতি কয়েক মাস ডাক্তারের অভাবে প্রতিদিন কয়েকশ রোগী এসে  বিনা চিকিৎসায় ফিরে যান। চিকিৎসা সেবা না পেলে এই সব মনোরম ভবন থেকে কি লাভ ? এমন প্রশ্ন তোলেন চিকিৎসা নিতে আসা ৭০ বছর বয়সী মনোয়ারা বেগম। ওই বয়সের রহমত উল্লাহ জানান হাসপাতালে এসে শোনেন ডাক্তার নেই।  চিকিৎসার জন্য তাকে ভোলা জেলা সদরে যেতে হবে। ফিরে যেতে দেখা যায় বিভিন্ন বয়সী শতাধিক রোগীকে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় দেখা যায় আাইটডোরে  টিকেট ক্লার্ক ছালাউদ্দিন লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদেও একে একে স্লিপ দিচ্ছেন। হাসপাতালে নেই শিশু ডাক্তার , নেই গাইনী ডাক্তার । স্লিপ নিয়ে ভেতরে গেলে,  জানানো হয় ডাক্তার নেই। চিকিৎসার জন্য ভোলা জেলা সদরের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তত্বাবধায়ের দায়িত্বে থাকা ডাক্তার ডেন্টাল বিষয় ছাড়া  চিকিৎসা দেয়ার তার সুযোগ নেই বলেও জানান দেন। দোতলায়  নার্স মিঠু মজুমদারকে দেখা যায় তার টেবিল চেয়ার, খাতাপত্র খুঁছিয়ে রাখতে।  পুরুষ ও নারী ওয়ার্ড সব খালি পড়ে আছে। ডায়রিয়া, শিশু ওয়ার্ড সবটাই তালাবন্ধ। এটি হাসপাতালের এমন চিত্র দেখে ক্ষোভ জানাতে জানাতে ফিরে যান রোগীরা। ডাক্তার না থাকায় কোন রোগীকে ভর্তি নেয়ার সুযোগ নেই বলে জানান, নার্স মিঠু । তিনিও দ্রুত ডাক্তার পদায়নের দাবি জানান।  এদিকে আন্দোলনের নেতা রাইসুল ইসলাম জানান, তারা জেলা প্রশাসক, সিভিল সার্জন ও অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠাবেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছেন। সিভিল সার্জন ডাক্তার মনিরুল ইসলাম জানান, ওই হাসপাতালের জন্য ডাক্তার চেয়ে চিঠি দেয়ায় ঢাকা থেকে একজন ও বরিশাল থেকে একজন ডাক্তার দেয়া হয়। এরা যোগদান করতে আসেন নি। আপাতত বোরহানউদ্দিন উপজেলা থেকে একজনকে সংযুক্ত রাখা হয়েছে। তবে তাকে দিয়ে সারাদিন চিকিৎসা সম্ভব হচ্ছে না। ওই হাসপাতালের তত্বাবধায়কের পদও শূণ্য রয়েছে।

 





চরফ্যাসনে ব্যাংকে গিয়ে মারধরের শিকার নারীর সংবাদ সম্মেলন

চরফ্যাসনে ব্যাংকে গিয়ে মারধরের শিকার নারীর সংবাদ সম্মেলন

অন্তর্বর্তী সরকার যাতে ব্যাথ্য না হয় দেশী বিদেশী চক্রান্ত চলছে : নাজিম উদ্দিন আলম

অন্তর্বর্তী সরকার যাতে ব্যাথ্য না হয় দেশী বিদেশী চক্রান্ত চলছে : নাজিম উদ্দিন আলম

ভোলায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

ভোলায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন

ভোলায় জামায়াতের সংবাদ সম্মেলন

ভোলায় জামায়াতের সংবাদ সম্মেলন

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান

ড. ইউনূস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চান

জুলাই-আগস্ট নৃশংসতা সম্পর্কে জাতিসংঘ প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে: তুর্ক

জুলাই-আগস্ট নৃশংসতা সম্পর্কে জাতিসংঘ প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে: তুর্ক

কিছু বিষয়ে সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না: ফখরুল

কিছু বিষয়ে সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না: ফখরুল

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে বিএনপি: সেলিমা রহমান

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে হাল ধরেছে বিএনপি: সেলিমা রহমান

আওয়ামীলীগ জনগণের অধিকার হরন করেছে : সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

আওয়ামীলীগ জনগণের অধিকার হরন করেছে : সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

আরও...