অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা মোখতার ও ব্যারিস্টার আখতারের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:০২

remove_red_eye

৪০৮

এইচ আর সুমন : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসাইন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার কাজী আখতার হোসাইনের মা মরহূমা মোসাঃ ফাতেমা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৮ ডিসেম্বর) বাদ যোহর ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড তাদের নিজ বাড়ি সংলগ্ন আইয়ুব আলী মুন্সি বাড়ি জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস সচিব রাইসুল আলম,  যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক,সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত জিপি) ফয়সাল আহমেদ রাসেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ শিল্প বিষয়ক সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগর,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা যুবদল নেতা বিল্লাল হোসেন,বাপ্পী,  জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, সহ-সভাপতি রনি, দফতর সম্পাদক  হারুন অর রশিদ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল,যুগ্ম আয়বায়ক নজরুল,  পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আয়বায়ক মেহেদী হাসান,  , সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল রাসেল সদস সচিব মুন্না জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলসহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।





আরও...