অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুন ২০২০ রাত ০৯:৫৭

remove_red_eye

৯৩৫



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাবিবা (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হাবিবা ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফারুকের স্ত্রী।
 জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমানের নেতৃত্বে এসআই জাহিদ সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৬ জুন) দুপুরে উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাইস্কুল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাবিবাকে মাদক বিক্রি করার সময় হাতেনাতে ১শ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ভোলা কোর্ট হাজতে সোপর্দ করা হবে।