অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সে আগামী ২৬ ডিসেম্বর থেকে তিন দিন ব্যাপী তা'লীমী জলসা মাহফিল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:১৪

remove_red_eye

১৯২

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ড আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সে ৩দিন ব্যাপী তা’লিমী জলসা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল হাই (রঃ)এর স্মৃতি বিজড়িত আল্লামা উজির আহমেদ কমপ্লেক্স এর উদ্যোগে আগামী ২৬,২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৪, রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার তা’লীমী জলসা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফরিদউদ্দিন আল আযহারী সভাপতিত্বে ও ব্যাবস্থাপনা কমিটির সদস্য নবাবগঞ্জ পাইলট গালর্স স্কুল এন্ড কলেজর প্রভাষক মুহাম্মদ আহসান উল্লাহ এর সঞ্চালনায় উক্ত তা’লীমী জলসা মাহফিলে বয়ান পেশ করবেন, দেশবরোণ্য ওলামায়েকেরাম, ইসলামী চিন্তাবিদ এবং পীর মাশায়েখগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয় ভিত্তিক তা’লীম ও ওয়াজ নসিহত করবেন। উক্ত তা'লীমী জলসায় মসজিদ ভিত্তিক জামায়াত বন্ধ হয়ে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হাছিল করুন।





আরও...