অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:১৩

remove_red_eye

২৫৫

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন থেকে: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি -বে সরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারিরা। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান উজ্জামান , উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বোরহানউদ্দিন পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মোঃ আজম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সুধীজন সহ আরো অনেকে। এ সময় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে বোরহানউদ্দিন সরকারি স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা অবমুক্তি এবং বেলুন উড়িয়ে দিনের কর্মসূচি পালন করা হয়। পরে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।