অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫ | ২রা মাঘ ১৪৩১


তিমুর-লেস্তে’র প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৪৩

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সফররত তিমুর-লেস্তে (পূর্ব তিমুর)-এর প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেন ।  

আজ রবিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এই বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট রামোস-হোর্তার বাংলাদেশে চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনের কর্মসূচির শুরু হয়।  

পরে বিকেলে তার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
 
এ সময় সময় দুই দেশ ভিসা অব্যাহতির চুক্তি এবং ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের পরে, একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট রামোস-হোর্তা চার দিনের সরকারি সফরে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। তাকে গান স্যালুট ও গার্ড অব অনার প্রদান করা হয়।  

তিমুর-লেস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। 

প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং ইভেন্টে অংশ নেবেন। 

তিমুর-লেস্তের প্রেসিডেন্ট আগামীকাল সোমবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

১৬ ডিসেম্বর, রামোস-হোর্তা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।

আগামীকাল রামোস-হোর্তাও ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ১৭ ডিসেম্বর, তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘সমসাময়িক বিশ্বে শান্তির চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তৃতা দেবেন।

তিনি বাংলাদেশী ছাত্র এবং তরুণ নেতাদের সাথে মতবিনিময় করবেন, তার দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, জনগণের ভূমিকা এবং তিমুর-লেস্তের স্বাধীনতা-উত্তর আকাঙ্ক্ষার কথা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট রামোস-হোর্তা সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।





ভোলায় ৪৮ মামলার আসামী দুর্ধর্ষ চোর বাবুল দেওয়ান গ্রেফতার

ভোলায় ৪৮ মামলার আসামী দুর্ধর্ষ চোর বাবুল দেওয়ান গ্রেফতার

ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা

ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষে শিশুদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষে শিশুদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৫০ লাখ টাকার চরঘেরা অবৈধ জাল উচ্ছেদ

লালমোহনে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৫০ লাখ টাকার চরঘেরা অবৈধ জাল উচ্ছেদ

কুয়েতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

কুয়েতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

কখন মুক্তি পেতে পারেন বাবর?

কখন মুক্তি পেতে পারেন বাবর?

ভারতের সঙ্গে অসম চুক্তির বিষয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে অসম চুক্তির বিষয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির

কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির

আরও...