অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩২


তিমুর-লেস্তে’র প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৭১

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সফররত তিমুর-লেস্তে (পূর্ব তিমুর)-এর প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেন ।  

আজ রবিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এই বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট রামোস-হোর্তার বাংলাদেশে চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনের কর্মসূচির শুরু হয়।  

পরে বিকেলে তার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তিমুর-লেস্তের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
 
এ সময় সময় দুই দেশ ভিসা অব্যাহতির চুক্তি এবং ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের পরে, একটি যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট রামোস-হোর্তা চার দিনের সরকারি সফরে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। তাকে গান স্যালুট ও গার্ড অব অনার প্রদান করা হয়।  

তিমুর-লেস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। 

প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং ইভেন্টে অংশ নেবেন। 

তিমুর-লেস্তের প্রেসিডেন্ট আগামীকাল সোমবার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

১৬ ডিসেম্বর, রামোস-হোর্তা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।

আগামীকাল রামোস-হোর্তাও ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ১৭ ডিসেম্বর, তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘সমসাময়িক বিশ্বে শান্তির চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তৃতা দেবেন।

তিনি বাংলাদেশী ছাত্র এবং তরুণ নেতাদের সাথে মতবিনিময় করবেন, তার দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা, জনগণের ভূমিকা এবং তিমুর-লেস্তের স্বাধীনতা-উত্তর আকাঙ্ক্ষার কথা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট রামোস-হোর্তা সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।





সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ  কি বিপথগামী !   কারণ ও উত্তরণের উপায়

সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ কি বিপথগামী ! কারণ ও উত্তরণের উপায়

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়

ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

লালমোহনে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক

লালমোহনে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড

আরও...