অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও‌ আইডিয়াল মাল্টিপারপাস


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৩০৫

ভুক্তভোগীদের মামলার প্রস্তুতি


দৌলতখান প্রতিনিধি : ভোলার  দৌলতখানে গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আইডিয়াল মাল্টিপারপাস লিমিটেড-এর পরিচালক। এ ঘটনায় ভুক্তভোগী আমানতকারীরা পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ভুক্তভোগীরা জানায়,  আইডিয়াল মাল্টিপারপাস লিমিটেড উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে কোটি টাকারও বেশি আমানত সংগ্রহ করে। গত দুই মাস ধরে ওই সংস্থা গ্রাহকের মুনাফা দেওয়া বন্ধ করে দেয়। এমনকি সংস্থার কার্যালয় তালাবদ্ধ  করে কর্মকর্তা-কর্মচারীরাও চলে গেছে। এতে হতাশাগ্রস্ত  হয়ে পড়েন ভুক্তভোগী  আমানতকারীরা। প্রতিদিন ভুক্তভোগীরা সংস্থার কার্যালয়ে এসে দীর্ঘ  অপেক্ষার পর ফিরে যাচ্ছেন।দিনের পর দিন  কার্যালয় বন্ধ দেখে আমানতকারীদের মধ্যে  উৎকন্ঠা বাড়ছে।। আইডিয়াল মাল্টিপারপাস লিমিটেড-এর নুমিয়ারহাট শাখায় স্ত্রী ও নিজের নামে ১৩ লক্ষ টাকা আমানত রাখেন সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা  বিদেশ ফেরত আবুল কালাম। গত কয়েকমাস তাকে মুনাফা দিচ্ছে না সংস্থাটি।  বর্তমানে আমনতের টাকা পাওয়া  নিয়েও অনিশ্চয়তা  দেখা দিয়েছে।  এতে চরম দুশ্চিন্তার  মধ্যে পড়েছেন ভুক্তভোগী পরিবার। আবুল কালাম জানায়, বিদেশে কঠোর পরিশ্রম করে  জমানো টাকা ওই সংস্থায়  জমা রাখি।  প্রথমে কয়েকমাস  মুনাফা দিলেও এখন আর মুনাফা দিচ্ছে না। সংস্থার ম্যানেজার রাসেল ও তারা খালা শিমু বেগমের উচ্চ মুনাফার  প্রলোভনে পড়ে সে ওই  সংস্থায় টাকা আমানত রাখেন। ম্যানেজার রাসেল কার্যালয় বন্ধ করে এখন নুরমিয়ারহাটে মুদি ব্যবসা করছে।  এ ব্যাপারে ম্যানেজার রাসেল বলেন, সংস্থায় টাকা আমানত রাখার বিষয়ে আমি কাউকে প্রলোভন  দেইনি। আমি  সংস্থার চাকুরী ছেড়ে দিয়েছি। কর্তৃপক্ষ গ্রাহকের টাকা না দিলে আমি কি করবো।'

এ ব্যাপারে আইডিয়াল মাল্টিপারপাস লিমিটেড-এর পরিচালক আব্দুরনরবের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।