অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: মাফরুজা সুলতানা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

১৭৮

কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে 
 
কাজী জামাল, দৌলতখান থেকে :  ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের সহধর্মিণী ও দৈনিক খবরপত্র পত্রিকার প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা বলেছেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। ন্যায্য মূল্যে সার, বীজ দেওয়ার পাশাপাশি সরকারি বরাদ্দ প্রকৃত কৃষকের মাঝে সঠিক ভাবে বিতরণের দাবি জানান তিনি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে দৌলতখান উপজেলা কৃষকদল আয়োজিত জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কৃষক দলের ভোলা জেলা সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সহ সভাপতি আনোয়ারার হোসেন কাকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক আঃ হাই,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোঃ গিয়াসউদ্দিন ,যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।