অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউ‌দ্দি‌নে অব‌হিত করণ সভা ও সে‌মিনার অনু‌ষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬

remove_red_eye

২২৩

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি : ভোলার বোরহানউ‌দ্দি‌নে স্বেচ্ছা‌সেবী সংগঠন মাই রাইটস ও সেন্টাল ফর ল এন্ড প‌লি‌সির যৌথ আ‌য়োজ‌নে রোগ প্রতি‌রো‌ধে শরীরচর্চা, শারীক প‌রিশ্রমের সু‌যোগ সৃ‌ষ্টি‌তে বিদ‌্যমান আইন, নী‌তি পর্যা‌লোচনা প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক সভা ও সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । বুধবার বেলা ১১ টায় পৌর ভব‌নের সভা ক‌ক্ষে ও‌য়েল ফেয়ার সোসাই‌টির সম্পাদক ওমর ফারুক তা‌রে‌কের সভাপ‌তি‌ত্বে সে‌মিনা‌রে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, পৌর প্রশাসক ও সহকারী ক‌মিশনার ভূ‌মি মোঃ মে‌হেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, স‌্যা‌নেটারী ইন্সপ‌্যাক্টর মোঃ না‌সির উ‌দ্দিন, পৌরসভা সচীব প্রনয় কুমার সাহা, যুগান্তর প্রতি‌নি‌ধি নীল রতন, পল্লী যুব সং‌ঘের সভাপ‌তি জিহাদ হো‌সেন প্রমূখ । সভা ও সে‌মিনার সঞ্চালনা ক‌রেন, মাই রাইটস সংস্থার নির্বা‌হি প্রধান ‌শেখ ফ‌রিদ ।
সভায় বক্তারা  অস্বাস্থ‌্যকর খাদ‌্যভাস , তামাকজাত দ্রব‌্য ব‌্যবহার, প‌রি‌বেশ দূষন, পৌর এলাকার খেলার মাঠ সংরক্ষন ও জলধারা সংরক্ষন সহ বি‌ভিন্ন বিষ‌য়ে বিস্তা‌রিত আ‌লোচনা ক‌রেন ।