অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিন থানার ওসি এনামুল বিভাগের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৯ রাত ১০:০১

remove_red_eye

২৬১৫

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক বরিশাল বিভাগের শ্রেষ্ট গণমুখি পুলিশিং অফিসার হিসাবে নির্বাচিত হয়েছে। বুধবার বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি ম.এনামুল হককে শ্রেষ্ট গণমুখি পুলিশিং অফিসার হিসাবে ঘোষনা করেন। এ সময় ভিাগের ৬ জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এর আগে এ পুলিশ কর্মকর্তা চরফ্যান ও বোরহানউদ্দিনে কর্মকালীন সময়ে ভোলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওসি ম. এনামূল হক জানান, আসলে একমাত্র এ পেশায়ই সরাসরি জনগণের সাথে মিলে মিশে জণসেবা করা যায়। একজন মানুষ বিপদে পরেই পুলিশের কাছে আসেন, আর যদি সে মানুষটি সেবা না পেয়ে ফিরে যায় তাহলে জণগন পুরো পুলিশ পরিবারকে নিয়ে সমালোচনা করতে থাকেন । আমি চাই না জণগন পুলিশ বাহিনী নিয়ে সমালোচনা করুক। যতদিন এ পেশায় আছি এ ভাবে শ্রেষ্ঠত্ব নিয়েই বিদায় নিতে চাই। এদিকে তার এ শ্রেষ্ঠত্ব অর্জনে বোরহানউদ্দিন থানার পুলিশ পরিবার সহ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।