অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

২৫০

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।  এ উপলক্ষে কাট্যাগরী ভিত্তিতে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু।
এ সময় প্রধান অতিথি বলেন, নারীরা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়। আমরা বিশ্বাস করি সমাজের প্রত্যেক নারী, শিশু ও মায়েরা  জয়িতা। একজন নারীও নেই যে তারা জয়িতা নয় এবং প্রত্যেক নারীই সমাজে নিজ ভূমিকায় কোন না কোনভাবে জয় করছে।
পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পিয়ারা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সৈয়দা উম্মে কুলসুম,  সফল জননী রাহিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরুকারী লিজা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাসেদা বেগম। পরে উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিগণ জয়িতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।