অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে রোকেয়া দিবসে নারীদের সংবর্ধনা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৩১০

চরফ্যাশন প্রতিনিধি: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরফ্যাশন উপজেলায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। 
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে র‍্যালী ও উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা শেষে জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ
রাসনা শারমিন মিথির সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল।

এ সময় হেমায়েত উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত,ইসলামি আন্দোলন (ভোলা দক্ষিণ) সভাপতি আলাউদ্দিন হাজি,সাংবাদিক এম আবু সিদ্দিক, মিজান নয়ন,এআর সোহেব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে সফল জয়িতা হিসাবে ৬ নারীকে অতিথিরা সনদ ও সম্মানা ক্রেস্ট তুলে দেন।