অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় হলুদ মরিচে ভেজাল: মিল মালিকের অর্ধলক্ষ টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২০ রাত ১১:০৯

remove_red_eye

১৬৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: হলুদ, মরিচে ভেজাল দেয়ার অপরাধে ভোলায় "মা মসলা" মিলকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ জরিমানা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সকালে ভ্রাম্যমান আদালতের একটি দল শহরের বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায়। এ সময় শহরের মাজনপট্রি সার্কুলার রোড এলাকায় মোহাম্মদ খোকনের মালিকানাধীন মা মসলা নামের একটি মিলে বিভিন্ন মসলায় চালের গুড়া, রং সহ বিভিন্ন ভেজার মেশানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই প্রতিষ্ঠানর পরিচালক মোহাম্মদ আল-আমিনকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করেন।