চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৪ রাত ০৯:০৬
৩৩৯
এআর সোহেব চৌধুরী ,চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশন উপজেলার চুনপট্টি রোডের মালতিয়া প্লাজার গলিতে বসে পিঁপড়ার ডিম বিক্রি করে পরিবার চালান আবদুল মান্নান মিয়া (৫৩)। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাল পিঁপড়ার ডিম,ভিমরুলের চাক ও বল্লার ডিম বা টোপ বিক্রি করেন তিনি। আরও রয়েছে মাছকে আকর্ষিত করার সুগন্ধি চাড় এবং ছোটো বড়ো বিভিন্ন সাইজের বঁড়শি ও ছিপ। সারাদিন ধরে লাল পিঁপড়েরা কামড়ালেও তা সহ্য হয়ে গিয়েছে মান্নান মিয়ার। মাছ শিকারিরা পিঁপড়ার ডিম ও চাড় কেনার জন্য ছুটে আসেন তাঁর ছোটো দোকানে। বঁড়শি দিয়ে মাছ শিকারিরা চাহিদামতো পিঁপড়ের ডিম ক্রয় করে নিয়ে যান। মান্নান জানান প্রায় ৩৫ বছর ধরে পিঁপড়ার ডিম বা লাসা ও বল্লার টোপ এবং বঁড়শি বিক্রির পেশা তার।
আবদুল মান্নান পৌরসভা ৫নং ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করেন। ১৯৮৯ সাল থেকে তিনি লাল পিঁপড়ার ডিম বঁড়শি এবং বঁড়শির নানান সরঞ্জাম বিক্রি করে পরিবার চালান। সোমবার সকালে কথা হয় পিঁপড়ের এ ডিম বিক্রেতার সঙ্গে। তিনি জানান, ভোলার আঞ্চলিক ভাষায় এই লাল পিঁপড়েদের 'লায়া' বলা হয়। এবং ডিমগুলোকে 'লাসা' অথবা লায়ার ডিম বলা হয়। লিচু,মেহগনি ও আম গাছসহ বিভিন্ন ঝোপঝাড়ে বাসা করে পিঁপড়ের দল। অনেকগুলো সবুজ পাতাকে একত্রিত করে গোলাকৃতির ছোটো বড়ো বাসা বাঁধে এবং সেখানে ডিম দেয়। তবে সব বাসায় লাল পিঁপড়ার ডিম বা লায়া পাওয়া যায় না। এই লায়া পিঁপড়ার বাসায় মেলে প্রচুর সাদা ডিম বা লাসা। এই পিঁপড়ার ডিম ও বঁড়শি সরঞ্জাম মান্নান মিয়ার আয়ের এক মাত্র মাধ্যম। লাল পিঁপড়ের বড় বাসায় ১৫০ থেকে ২০০ গ্রাম পর্যন্ত ডিম পাওয়া যায়। খুব সতর্কভাবে এই ডিম সংগ্রহ ও সংরক্ষণ করতে হয়। ডিমগুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় এবং মাছেদেরও খুব প্রিয় খাদ্য এ ডিম। লাল পিঁপড়ার ডিম মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অনেক বেশি পাওয়া যায়।
এই ডিম সংগ্রহের বিষয়ে মান্নান মিয়া বলেন, একটা লম্বা বাঁশের মাথায় ঝুড়ি বাঁধা হয় যেটাকে আঞ্চলিক ভাষায় 'লগি' বলে। গ্রাম এলাকায় ঝোপঝাড়ে গিয়ে পিঁপড়ের বাসা খুঁজে এই লগির (বাঁশ) সুচালো মাথা দিয়ে পিঁপড়ার বাসা ভাঙি। এসময় লগির মাথায় লাগানো ঝুড়িতে ডিমগুলো পড়ে। এছাড়াও আলমগীর ও জসিম নামের দুইজন পিঁপড়ের ডিম সংগ্রাহক রয়েছেন। তাদের থেকেও ৬শ টাকায় প্রতি কেজি পিঁপড়ের ডিম ক্রয় করেন এবং ৮শ থেকে ১হাজার টাকায় বিক্রি করেন। এই ব্যবসার আয় দিয়েই তিনি পাকা বাড়ি করেছেন,এবং ৫২শতাংশের মতো জমি কিনেছেন, সন্তানদের পড়ালেখা করাচ্ছেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে সংসার।
প্রতিদিন দুই থেকে তিন কেজি পিঁপড়ার ডিম বিক্রি করেন বলে জানান মান্নান মিয়া। আগে তিনি মুদি ব্যবসা করলেও শখ থেকে বঁড়শি দিয়ে মাছ ধরা ও এক পর্যায়ে এই ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। সিজনের সময় প্রতি মাসে দুই লাখ টাকা আয় করেন লাশা ও বঁড়শি সরঞ্জাম বিক্রি করে।
এই ডিম কিনতে আসা শফিক হাওলাদার বলেন,পিঁপড়ার ডিম দিয়ে মাছ শিকারের টোপ দিলে বঁড়শিতে মাছ বেশি ধরে। তাই কিছুদিন পর পর পিঁপড়ার ডিম ও ময়ুর পেখমের সুমা,হুইল,সূতা চাড়, মাছ রাখার জালিসহ অনেক কিছুই এখান থেকে কিনে নিয়ে যান তিনি।
ভোলা সদর থেকে আসা আলিম মিয়া (৩২) বলেন, প্রতি মাসেই তিনি চরফ্যাশনের তেতুলিয়া ও মায়া নদীতে বঁড়শি ফেলতে আসেন। মান্নান ভাইয়ের কাছ থেকে বঁড়শি বাঁধিয়ে নেই এবং পিঁপড়ের ডিম দিয়ে মাছ ধরি। ভালো মাছ পাওয়া যায়।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক