অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে জাতীয়তাবাদী মহিলা দলকে শক্তিশালী করছেন সীমা বেগম


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২৯

remove_red_eye

৩৮৬

ইসরাফিল নাঈম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাতীয়তাবাদী মহিলা দলকে শক্তিশালী ও সক্রিয় করে রাখতে গণসংযোগ ও উঠান বৈঠকসহ সাধারণ মহিলাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে উপজেলা মহিলাদলের সাবেক প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সাবিকুন নাহার সীমা বেগম।

জানা যায়, সিমা বেগম দীর্ঘদিন ধরে বিএনপি'র সাথে ঐক্যবদ্ধ হয়ে মহিলা নেতৃত্বকে চরফ্যাশন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে সাধারণ মহিলাদের কাছে গিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সালাম জানিয়ে উঠান বৈঠক গণসংযোগ করেন। সীমা বেগমের নেতৃত্বে তাকে সাহায্য করে কাজ করে যাচ্ছে উপজেলা মহিলা নেত্রী লিমা বেগম।

সীমা বেগম চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি পরিবারের আনোয়ার হোসেন মৃধার ও সাবেক বৃত্তর চর-কলমি ইউনিয়ন বিএনপি'র সাবেক নেত্রী ও মহিলা মেম্বার ফজিলত বেগম এর মেয়ে।

সীমা বেগম বলেন, আমাকে যদি চরফ্যাশন উপজেলা মহিলা দলের শীর্ষ নেতৃত্ব দেওয়া হয় তাহলে আমি নারী নেতৃত্বকে শক্তিশালীভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং চরফ্যাশন ও মনপুরার বিএনপি'র অভিভাবক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষে কাজ করবো।