লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪১
৮৩
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা ও বাজারের মুদি ব্যবসায়ী মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ করে ওই জমির মালিক খোকন হাওলাদার জানান, বর্তমান বিএস খতিয়ানের ৩১৫ নম্বর ডিপিতে আমাদের মোট জমি ১৮. ৬২ শতাংশ। এরমধ্যে আমি ওয়ারিশ সূত্রে মালিক ২. ৬২ শতাংশের এবং ক্রয়সূত্রে ইউসুফ মঞ্জু নামে আরেকজন ১৬ শতাংশের মালিক। আমরা দীর্ঘদিন এই জমি ভোগ দখলে রয়েছি। তবে ওই জমির পাশের বাসিন্দা মো. জসিম উদ্দিন কয়েকবার জমির মালিকানা দাবি করে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তিনি মোট পাঁচটি মামলা দায়ের করলেও ওইসব মামলায় আমাদের পক্ষেই রায় দেন আদালতের বিচারক। এরপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে যার যার মতো ওই জমিতে বসবাস করছি। জমির সব দলিল, কাগজপত্র এবং নামজারি আমাদের নামেই রয়েছে। অন্যদিকে জসিম উদ্দিনের বিএস খতিয়ানের ৩০৯ নম্বর ডিপিতে ১৬.৭৫ জমি রয়েছে। ওই জমিও তার ভোগ দখলেই রয়েছে।
তিনি আরো জানান, শনিবার সকালে হঠাৎ করেই জসিম আমাদের ওই জমিতে জোরপূর্বক খুঁটি পুতে এবং টিন দিয়ে বেড়া দেওয়া শুরু করেন। এটি দেখে সঙ্গে সঙ্গেই আমরা লালমোহন থানায় জানাই। এরপর থানা থেকে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। পুলিশ যাওয়ার পর তারা আবার দখলের উদ্দেশ্যে কাজ শুরু করে এবং পুরো জমিতে টিন দিয়ে বেড়া দিয়ে ফেলেন। এরপর আবার পুলিশকে জানালে পুলিশ পূনরায় এসে ওই জমিতে কোনো ধরনের কাজ না করতে জসিমের লোকজনকে নির্দেশ দিয়ে যান। তবে তারা এখন ওই জমিতে ঘর উত্তোলনের জন্য তাদের বাড়িতে মিস্ত্রি দিয়ে কাজ করছেন। যেকোনো সময় তারা আবারো আমাদের ওই জমি দখলে নিতে ঘর উত্তোলন করবেন বলে আমাদের আশঙ্কা রয়েছে।
মুঠোফোনে অভিযোগের ব্যাপারে মো. জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই জমিগুলো আমারই। তারা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। শনিবার আমার জমিতে মিস্ত্রি দিয়ে টিনের বাউন্ডারি দেওয়ার কাজ করেছি। তবে আদালতের রায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর দেননি।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, জোরপূর্বক জমি দখলের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও যদি সেখানে কাজ চলে তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ভোলায় গ্যাস, মেডিকেল কলেজ ও সেতুর দাবীতে আজ বিক্ষোভ সমাবেশ
ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল
ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না : সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ
মেঘনা নদীতে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় এমভি সম্পদ লঞ্চ ক্ষতিগ্রস্ত
ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে সিএনজি গ্যাস পরিবহনের ৪টি গাড়ি আটকে দিলো ছাত্র জনতা
চরফ্যাসনে দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামী মো. আল আমিনকে গ্রেপ্তার
দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে : হাফিজ ইব্রাহিম
লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত