অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে স্কুল ছাত্র নিহত


মো: ইয়ামিন

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৩৩৮

মোঃ ইয়ামিন : ভোলায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে মো: ইমন (১৬) নামের একজন স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিজিবাড়ির মো: রফিকের ছেল ও পরানগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে ইমন বিশ্বরোড হয়ে ভেদুরিয়া ফেরিঘাট যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথে পরানগঞ্জ চত্বরে ভেদুরিয়া ফেরিঘাট থেকে আসা একটি আলু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে। ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সুরতহাল ও ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





আরও...