অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে কুখ্যাত ডাকাত শামসু আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪২

remove_red_eye

১৯০

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার কুখ্যাত ডাকাত শামসুদ্দিন ওরফে শামসুকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৮। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব: ৮-এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, শামসুদ্দিন ওরফে শামসু ভোলা জেলার একজন আলোচিত কুখ্যাত ডাকাত। মেঘনা নদীর জেলেরা তার অত্যাচারে অতিষ্ঠ। তিনি সর্বত্র চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। 

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বোরহানউদ্দিন থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও সরকারের পতনের পর জেলার বিভিন্ন চর, মাছঘাট ও মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে তিনি চাঁদাবাজি করেছেন।