অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় নদীতে মাছ ধরায় ১৭ জেলেকে ১ বছর কারদন্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৯ রাত ১০:১১

remove_red_eye

৭৬০

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদী অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ভোলা মৎস্য বিভাগ কোস্ট গার্ড,নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মাছ ও কারেন্ট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ১ বছর কারদন্ড প্রদান করা হয়েছে।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান,ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদীর হাজির হাট ও মেঘনা নদীর ইলিশা ,ভাংতির খাল এলাকায় মৎস্য বিভাগ কোস্ট গার্ড,নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়। এ সময় ১৭ জেলেকে আটক করা হয়। তারা হচ্ছেন, ছমির (৩৭), মো: কালু হাওলার (২০), আবদুল মন্নান (২০), মো: ইসমাইল (১৯), মো: আলামিন (১৮), মো: রাসেল( ১৮), মনির হোসেন (২৫), মো: হাসান (১৮), মো: হোসেন (২০), মো: আরিফ (১৯), মো: আতিক (১৯), মো: নুরউদ্দিন (২৫), মো: জসিম (৩০),মো: মোস্তাফিজুর রহমান (৫০),সোহাগ (২৫), মো: আরিফ (১৮), সোলায়মান (১৮)। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি মা ইলিশ ও ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ দুস্থদের মাঝে বিতরন করা কয়। অপর দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন আটককৃত ১৭ জনকে ১ বছর কারাদন্ড প্রদান করেন।