অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


সাংবাদিক আল ইসলাম কায়েদের পরিবারের পাশে এসএসসি ৮৬ ব্যাচের বন্ধুরা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪১

remove_red_eye

১৬৪



বাংলার কণ্ঠ ডেস্ক : এসএসসি - ৮৬  ব্যাচ ভোলা’র বন্ধুরা ওই ব্যাচের আরেক বন্ধু  সাংবাদিক  প্রয়াত আল ইসলাম কায়েদের পরিবারের পাশে দাঁড়িয়েছন।স¤প্রতি আল ইসলাম কায়েদের পরিবারের তাহার ছেলের হাতে শুভেচ্ছা অর্থ অনুদান তুলে দেন এস এস সি -৮৬ ব্যাচ ভোলা'র আহবায়ক মোঃ ফিরোজ এর নেতৃত্বে যুগ্ন আহবায়ক দিদার ও হুমাউন কবির হাওলাদার এবং সদস্য সচিব মোঃ রিয়াজ উদ্দিন সহ আরো অনেকে।
এসএসসি ৮৬ ব্যাচের পক্ষ থেকে জানানো হয়,বন্ধু সাংবাদিক প্রয়াত আল ইসলাম কায়েদ এ বছরের ১২ সেপ্টেম্বর হঠ্যাৎ অসুস্থ হয়ে ঢাকায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।এসময় তার পরিবারের পাশে দাড়ানোর একান্ত জরুরি এমনটাই মনে করেন এসএসসি ৮৬ ব্যাচের ভোলা’র বন্ধুমহল।তারই ধারাবাহিকতায় বন্ধু সাংবাদিক প্রয়াত আল ইসলাম কায়েদের পরিবারের পাশে দাঁড়ান এ ব্যাচের বন্ধুরা।
তারা আরো জানান,আগামী এমন কার্যক্রম তাদের অব্যাহত থাকবে।পাশাপাশি সংগঠনের সকলের কাছে দোয়া কামনা ও করেন।





আরও...