অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন প্রেসক্লাবে জেলা তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫৫

remove_red_eye

১৭৪



ফখরে আজম পলাশ,তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনে জেলা তথ্য অফিসের আয়োজনে সাংবাদিকদের নিয়ে ১ দিনের কনসালটেশন ও অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর)  বেলা ১১ টায় তজুমদ্দিন প্রেসক্লাবে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতা মূলক কার্যক্রমের আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
তজুমদ্দিন প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আঃ রহিম নুরনবী।


আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদী, যুগ্ম আহবায়ক হেলালউদ্দিন লিটন, সাইদুল হক মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক এম নুরুন্নবী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা তথ্য অফিস সহকারী জসিমউদদীন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি সহায়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।