অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৪ রাত ০৮:২৬

remove_red_eye

৪০৮

আকবর জুয়েল, লালমোহন : ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদ ও হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্তরের জনগণ লালমোহন এর ব্যানারে মঙ্গলবার (৩ডিসেম্বর) সন্ধ্যা ৬.৩০টায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। লালমোহন চৌরাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আলী আজগর, মাওলানা মো. জামাল উদ্দিন, আবদুল্যাহ আল মামুন, রাহাত হাসান রুমি প্রমূখ।   
এসময় বক্তরা বলেন, আমাদের দেশে বিভিন্ন সময় সনাতন ধর্মালম্বীদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা করেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কন। যা অত্যন্ত নিন্দনীয়। আমরা সন্ত্রাসী সংগঠন ইস্কনের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং উক্ত ঘটনায় ইস্কন সন্ত্রাসীদের সঠিক বিচারের দাবী জানান বক্তরা।

 





আরও...