অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০২

remove_red_eye

১৮১

আকবর জুয়েল, লালমোহন: ভোলা মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস,   মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভোলার লালমোহনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার  (০৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভোলা মুক্ত দিবস,  শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে গৃহীত নানা কর্মসূচিগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ। কর্মসূচিগুলো সুন্দরভাবে বাস্তবায়নে গঠিত কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌয়বুর রহমান, লালম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম,  উপজেলা লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন,পৌরসভা বিএনপির আহবায়ক মো. সাদেক মিয়া ঝান্টু, জামায়াতে ইসলামী বাংলাদেশ লালমোহন শাখার সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ মোশাররফ হোসাইনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ ও রাজনৈতিক  ব্যক্তিবর্গ।

 





আরও...