অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২রা জুন ২০২০ সকাল ১১:১০

remove_red_eye

২১১৩

অচিন্ত্য মজুমদার:: করোনা ভাইরাস (কোভিড-১৯) টেষ্টের জন্য ভোলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার থেকে হাসপাতালের নতুন ভবনের ২য় তলার একটি অংশে এ ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী। এসময় তিনি আরো জানান,  আগামী ১০ দিনের মধ্যে ল্যাবের জন্য পিসিআর মেশিনসহ আনুসঙ্গিক যন্ত্রপাতি ঢাকা থেকে এসে পৌঁছবে। এরপর জনবল নিয়োগ হলেই ভোলায় করোনার পরীক্ষা শুরু করা যাবে।

এর আগে ভিডিও কনফারেন্সে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মুমিন টুলু দ্বীপজেলা ভোলায় একটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেন। তার পরই ভোলা জেলাকে বিচ্ছিন্ন ও দুর্গম এলাকা বিবেচনা কারে এখানে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই ভোলা সদর হাসপাতালে এই পিসিআর ল্যাব স্থাপনের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।