অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহন ডাওরী হাট সরকারি প্রাথমিকে শিক্ষাচক্র সমাপ্তিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৩৪২

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় পঞ্চম শ্রেণির ৫৭ জন শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপহার হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রত্যেক শিক্ষার্থীকে কাঁচের প্লেট, কলম, স্কেল এবং কোর্ট ফাইল প্রদান করা হয়। 
ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ।
এছাড়াও এ সময় দক্ষিণ পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ, মধ্যচরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমা বেগম, দক্ষিণ পদ্মামণসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন হিমু, দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম নোমান, ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মাওলানা বশির মিয়াসহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


 





আরও...