অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউ‌দ্দিনে এ্যাসিল্যান্ডের অপসারণে দাবীতে বিক্ষোভ মিছিল ও অফিস ঘেড়াও


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

২৬৫

৭২ ঘণ্টার মধ্যে অপসারণ না করলে কঠোর কর্মসূচী

বোরহানউদ্দিন প্রতিনিধি : দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মেহেদী হাসান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে স্থানীয় একটি গ্রæপ। তবে অপর একটি গ্রæপ বলছে, সরকারি ভূমি থেকে মাটি কেটে নেওয়া এবং তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরপরই সংক্ষুব্ধ একটি মহল এমন বিভোক্ষ প্রদর্শন করেছে।

স্থানীয়রা জনান, রবিবার বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরশহরের পশ্চিম বাজারে  থেকে একটি মিছিল বের হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এক পর্যায়ে মিছিলকারীরা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয়ের সামনে এসে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান করে। এসময়  তারা এসিল্যান্ডের অপসারণের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত জনতা ভূমি অফিসে প্রবেশের চেষ্টা করে। পরে উপজেলা বিএনপির সিনিয়র নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহŸায়ক সরোয়ার আলম খাঁন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন। এসময় বক্তারা এ্যাসিল্যাডকে দুর্নীতিবাজ, ঘুষখোর, দায়িত্বে অবহেলাকারী স্বেচ্ছাচারী আখ্যাদিয়ে ৭২ ঘণ্টার মধ্যে বোরহানউদ্দিন থেকে অপসারণের দাবি জানান।
এদিকে স্থানীয় অপর একটি সুত্র জানায়, গত সপ্তাহে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার এবং বাল্কহেড জব্দ করা হয়েছিল। এতে স্থানীয় প্রভাবশালী একটি মহল সংক্ষুব্ধ হয়। ওই গ্রæপটিই এসিল্যান্ডকে বোরহানউদ্দিন থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিক্ষোভের বিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি ) মো. মেহেদী হাসান জানান, চরাঞ্চলের ফসলি জমি কেটে মাটি নিতে বাঁধা প্রদান, তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে না দেওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান জানান, এসিল্যান্ড এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত হবে। পাশাপাশি এমন বিক্ষোভের পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কি না তাও খতিয়ে দেখা হবে।