অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ৪ লাখ টাকা অর্থদণ্ড


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

১৮৯

তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা মো. কামরুল এবং পৌরসভার বাসিন্দা মো. হাবিব। শুক্রবার দুপুরে তাদের এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আমাদের কাছে খবর আসে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া খালগোড়া এলাকার তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করা হয়।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন আরো জানান, এ খবর পেয়ে দুপুরের দিকে ড্রেজার মেশিনের মালিকরা ঘটনাস্থলে হাজির হন। এরপর তাদের মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে তারা অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন এবং মুচলেকা দিয়ে ড্রেজার মেশিন ছাড়িয়ে নেন।
এই অভিযানে লালমোহন উপজেলা ভূমি অফিসের নাজির কাম-কম্পিউটার অপারেটর মো. আসাদুল ইসলাম রনিসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

 





আরও...