অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বোরহানউদ্দিনে দোয়া মাহফিল ও স্মরণসভা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৪ রাত ১০:১৩

remove_red_eye

১৬৭




মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০২৪ সালের জুলাই - আগস্টে ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে বোরহানউদ্দিন উপজেলার শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার স¤প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান।
এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন মিয়া,  উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা  প্রকৌশল কর্মকর্তা মাইদুল ইসলাম,  জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহফুজুর রহমান
একাডেমিক সুপার ভাইজার আয়েশা সিদ্দিকা,  ২৪ এর জুলাই - আগষ্টের শহীদ পরিবারের সদস্য বৃন্দ, সাংবাদিক সহ আরও অনেকে।
এ সনয় ২০২৪ সালের জুলাই - আগস্টে ছাত্র - জনতার গণঅভ্যুত্থানে বোরহানউদ্দিন উপজেলার শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায়  দোয়া মোনাজাত করা হয়।
পরে  শহীদ পরিবার তাদের বক্তব্য তুলে ধরেন  স্মরণসভায়।  এসময় উপস্থিত সকলেই আবেগাপ্লæত হয়ে পরেন।