অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


এ্যাডভোকেট হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে লালমোহনে বিক্ষোভ মিছিল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৪ রাত ১০:১০

remove_red_eye

২৫২



আকবর জুয়েল, লালমোহন :ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকন এর সন্ত্রাসী হামলায় চট্রগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় সর্বস্তরের শিক্ষার্থী ও ধর্মপ্রান মুসলিমের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি লালমোহন পৌরশহরের চৌরাস্তার মোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা মুফতি আলী আজগর, আবদুল্লাহ আল মামুন, ইসমাইল, নাহিদ, রাহাত, আতিকুর রহমান প্রমূখ। সভায় বক্তারা ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকনকে দ্রæত নিষিদ্ধ ও এডভোকেট সাইফুল ইসলামকে হত্যার বিচার দাবী করেন।মিছিল ও প্রতিবাদ সভায় লালমোহনের বিভিন্ন পেশা শ্রেণি ও ধর্মপ্রাণ সাধারণ মানুষজন অংশগ্রহণ করে।







আরও...