অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেনকে পদোন্নতিজনিত কারণে সংবর্ধনা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

১৫৩

লালমোহন প্রতিনিধি : লালমোহনের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি পেয়ে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। মঙ্গলবার সকালে লর্ডহার্ডিঞ্জ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং হাজী রশিদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আফসার উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, মোঃ সোহাগ ও আব্বাস উদ্দিন। বক্তাগণ বিদায়ী সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন এর দীর্ঘ পাঁচ বছরের নানামুখী কর্মকাÐের ভূয়সী প্রশংসা করেন। এসময় সংবর্ধিত অতিথি মোহাম্মদ আখতার হোসেন শিক্ষকদের বিভিন্ন বিষয়ে প্রশংসা করেন এবং শিক্ষার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করেন।





আরও...