অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক নির্বাচিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

১৯৮

আকবর জুয়েল, লালমোহন: আগামী ২০২৫-২৬ সালের জন্য ভোলার লালমোহন উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর পুননির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক। রবিবার (২৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর রুকনদের সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহকারী উপাধ্যক্ষ অলিউল্লাহ কবিরের সঞ্চলনায় রুকন সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে উপজেলা আমির ও ছযজন শুরা সদস্য নির্বাচন করা হয়। এতে আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬)আমীর পূর্ণ নির্বাচিত হয়েছেন লালমোহন কামিল মাদরাসার হেড মুহাদ্দিস আলহাজ্ব কাজি  মাওলানা আব্দুল হক। ছয়জন শুরাসদস্য হলেন, নাজিরপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমিন, পাঙ্গাসিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নুর মোহাম্মদ হেলালী, ইসলামিক মডেল মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা লোকমান হোসাইন, নাজিরপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কাজি সাইফুল ইসলাম, ধলিগৌরনগর ইউনিয়ন আমীর পূর্বধলিগৌরনগর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক নোমান, লালমোহন মডেল একাডেমীর প্রধান আজিম উদ্দিন খান।
সংগঠন সূত্রে জানা যায়, নির্বাচিত উপজেলা আমীর ও ছয়জন শুরা সদস্য নিয়ে পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। শুরা সদস্যগণ আমীরকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে লালমোহনে জামায়াতে ইসলামীকে মজবুত সংগঠন করার সর্বাত্নক চেষ্টা করবেন।

 





আরও...