অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৫

remove_red_eye

২০৭

চরফ্যাশন প্রতিনিধি : কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে যুব উন্নয়ন সংস্থা (ওয়াইডিএস)।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পার্টনার প্রকল্প (ব্রি অংগ) এর সহযোগিতায় যুব উন্নয়ন সংস্থার (ওয়াইডিএস) আয়োজনে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে সংস্থাটির কার্যালয়ে সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় এ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন সংস্থা (ওয়াইডিএস) এর নির্বাহী পরিচালক এআরএম মামুন। প্রধান আলোচক হিসেবে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা লোকমান হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথি ও প্রধান আলোচক ব্রি ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন। উন্নয়ন সংস্থাটির উদ্যোগে ভোলা জেলাসহ ৭টি জেলায় ৪৮ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন ‌।