অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান রিপোর্টার্স ইউনিটিতে নবাগত ওসির মতবিনিময়


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২৪ রাত ০৮:৫১

remove_red_eye

২৬০

দৌলতখান প্রতিবেদক  :  ভোলার দৌলতখান রিপোর্টার্স ইউনিটিতে নবাগত ওসি  জিল্লুল রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে ।২৪ নভেম্বর রবিবার  সন্ধ্যা  ৭ টায়  দৌলতখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয় ।এসময়  উপস্থিত ছিলেন  ওসি তদন্ত  শাহাজালাল ( বাদশা) দৌলতখান রিপোর্টার্স ইউনিটির  সভাপতি  কাজী জামাল ,,সাধারন সম্পাদক রিয়াজুজ ছালেকিন বাদশা,সহ সভাপতি  নাহিদুল ইসলাম ,সহ সাধারণ সম্পাদক  আবির হোসাইন , সাংগঠনিক সম্পাদক  মোঃ রাশেদ খান। দপ্তর সম্পাদক  রাশেদ আমিনসহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যগন । মতবিনিময় সভায় সংবাদ কর্মীগণ  উপজেলার  বিভিন্ন  বিষয় তথা মদ্যপান, গাজা , ইয়াবা, কিশোর গ্যাং ,জুয়াখেলা, ইভটিজিং  ,ক্লাশ চলাকালীন সময়ে বখাটে ছেলেদের উৎপাতসহ  বিভিন্ন তথ্য  তুলে ধরেন।  এসময়  ওসি জিল্লুর রহমান  সকল স্পট গুলো   নোট আকারে  লিপিবদ্ধ করেন ,এবং রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে আশস্ত করে বলেন অদ্য রাতেই সকল অফিসারদের নিয়ে  বিষয়টি দ্রæত ব্যবস্থা  নিবেন বলে জানান ।