অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

১৬৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদরাসার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও এ সময় ২০২৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ উপস্থিতি ও মেধার ভিত্তিতে সাফল্য অর্জন করায় মোট ১২২ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
লালমোহন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান সফিকুল হক।
এছাড়াও লালমোহন ইসলামিক মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিম উদ্দিন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা লোকমান হোসেন, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি এম.এ. জাহের, ইসলামি মডেল মাদরাসার সাবেক পরিচালক কাজী শাহে আলম এবং প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।





আরও...