অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

১৮৬

ইসরাফিল নাঈম,চরফ্যাসন (শশীভূষন) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে ভোলার চরফ্যাশনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি সমর্থিত সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাডভোকেট রুহুল কুদ্দুস।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ্যাডভোকেট রুহুল কুদ্দুস এর উদ্যোগে তার চরফ্যাশনস্থ বাসভবনে উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে এ দোয়া ও মোনাজাত করে এ্যাডভোকেট রুহুল কুদ্দুস।

সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাডভোকেট রুহুল কুদ্দুস বলেন, 'তারেক রহমানের নের্তৃত্বে বাংলাদেশ থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতারিত করেছি। আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানকে এমপি নির্বাচিত করার মধ্যে দিয়ে এদেশের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করবো। স্বৈরাচারী আওয়ামী সরকার হটাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তারেক রহমানের অগ্রণী ভুমিকা সর্বজন প্রসংশনীয় হয়েছে। তিনি সকল শ্রেণীপেশার মানুষকে সুসংগঠিত করেছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।'
তিনি আরো বলেন, 'চরফ্যাশন ও মনপুরা উপজেলা (ভোলা-৪) থেকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কে এমপি নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বাংলাদেশের যুব নেতৃত্বের আইডল। তার নেতৃত্বের ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ।' এসময় চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি সমর্থিত সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।