অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মা -মেয়েকে পিটিয়ে আহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩৫২

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  মা ও মেয়েকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার(২২ নভেম্বর)  সকাল দশটায় উপজেলার সৈয়দপুর  ইউনিয়নের ছোটধলী গ্রামে এ ঘটনা ঘটে। আহতের পরিবার  ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছোটধলী গ্রামের তরিকুল বেপারী বাড়ির নবাব সিকদারের ঘরের পাশে  ময়লা-আবর্জনা ফেলা নিয়ে একই বাড়ির ফিরোজের  স্ত্রী রাবেয়ার সঙ্গে ঝগড়া  হয়। ঝগড়ার একপর্যায়ে  নবাব সিকদার ও স্ত্রী জাহানারাসহ ৪/৫ জন লাঠিসোঁটা নিয়ে রাবেয়া বেগম ও তার মেয়ে সামেয়াকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা  তাদেরকে উদ্ধার  করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। এ ঘটনায়  দৌলতখান থানায় মামলার প্রস্তুতি  চলছে।