অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার প্যারেন্টিং প্রোগ্রাম ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৬

remove_red_eye

১৬৬

লালমোহন প্রতিনিধি : আনুষ্ঠানিক উদ্বোধন হলো লালমোহনে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসা। শুক্রবার সকালে প্যারেন্টিং প্রোগ্রাম ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর ট্রাস্টী মেম্বার আবু জাফর মোহাম্মদ ওবায়েদুল্লাহ। প্যারেন্টিং স্পীকার ছিলেন লেখক ও গবেষক ড. আহসান হাবীব ইমরোজ।
“ওহির জ্ঞানে বিশ্বোপযোগী নেতৃত্ব তৈরীর প্রত্যয়” শ্লোগান নিয়ে নতুুন এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয় লালমোহনে। পৌর শহরের মাস্টার পাড়ায় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার চেয়ারম্যান মুহা. নিজামুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. রহমাতুল্লাহ সেলিম, মো. শাহে আলম, শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার অধ্যক্ষ মাও. মো.খালেদ হোসাইন প্রমূখ। সূচনাকালে ২৭০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।





আরও...