অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর বাগানে মিললো শিশুর লাশ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৩

remove_red_eye

২৫৩

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বাগান থেকে ইসরাক হোসেন (৫) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার ২১(নভেম্বর) সকাল ১১:১৫ মিনিটে তাদের বাড়ির পাশ্ববর্তী বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসরাক হোসেন উপজেলার কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র পুত্র বলে জানা গেছে।
নিহত ইশরাক হোসেনের মামা নয়ন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভাগিনা কে খুঁজে পাওয়া যাচ্ছিলনা, পরে আমরা সহ তাতের বাড়ির লোকজন খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী কলা বাগানে  মরদেহ পড়ে থাকতে দেখেন এক নারী । স্থানীয়রা ইশরাককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, একটি শিশুর মরদেহ পাওয়া গেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান আছে।