অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নদীতে পড়ে শিশু নিখোঁজ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৮৬৯

দৌলতখান সংবাদদাতা ।। ভোলার দৌলতখানে খেলতে গিয়ে মেঘনা নদীতে পড়ে পাঁচ বছরের জুনায়েদ নামের এক শিশু নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২ টায় দৌলতখান চকিঘাটের মাছঘাট এলাকার মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে। শিশু জুনায়ের উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাধাভল্লব বাজার বেড়ীবাধ সংলগ্ন আমজাদের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শিশু জুনায়েদ সকালে একই বাড়ির তার চাচতো ভাই শরীফের(৬) সাথে মেঘনা নদীর পাড়ে খেলতে বের হয়। এ সময় শিশু জুনায়েত কাদা মাখা একটি খেলনার পাইপ কুড়িয়ে পায়। পরে পাইপটি পরিষ্কার করতে মেঘনা নদীর কুলে নামলে তীব্র ¯্রােতে তলিয়ে যায়। সাথে থাকা তার চাচাতো ভাই শরীফ ডাক-চিৎকার দিলে লোকজন এগিয়ে এসে শিশুটিকে অনেক খোঁজা-খুঁজি করে সন্ধান পাইনি। দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মরত ফায়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুমন জানান, নিখোঁজ পরিবারের লোকজন গত বৃহস্পতিবার সন্ধা ৬ টায় আমাদের বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নেই। তিনি আরো বলেন, ভোলায় কোন ডুবরী না থাকায় শুক্রবার বরিশাল থেকে ডুবরী রওশানকে এনে ২ ঘন্টা পর্যন্ত মেঘনায় শিশুটিকে উদ্ধারের চেস্টা চালায়। এতে করে কোথাও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।