অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


বোরহানউদ্দিনে কিশোর -কিশোরীর স্বাস্থ্যসেবার মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৪ রাত ০৯:৩৯

remove_red_eye

৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসনের ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ নভেম্বর)  বোরহানউদ্দিন উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। নারীপক্ষের অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা জেলার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মো: রায়হান উজ্জামান। এসময় বক্তরা বলেন,বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ জুড়ে রয়েছে (১০-১৯)বছর বয়সের কিশোর-কিশোরী। আর এই বয়সটি একজন কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ন সময়। এই সময়টিতে তাদের শারীরিক, মানসিকবিকাশ ঘটে থাকে যা পরবর্তীতে একজন সুস্থ সবল মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের সহায়তা করে। কিন্তু আমাদের সমাজে প্রজনন স্বাস্থ্য সেবার উপর সচেতনতার অভাবে অনেক কিশোর কিশোরী অকালে ঝড়ে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত কঠিন কঠিন রোগের সম্মূখীন হতে হচ্ছে তাদের। এছাড়ও এই বয়সটিতে এই অঞ্চলে কোন ধরনের প্রস্তুতি জ্ঞান ছাড়াই কৈশোর কালের একটি বড় অংশ পরিবার থেকে বাল্য বিয়ে হয়ে যাচ্ছে। যার কারনে অল্প বয়সে গর্ভধারন অথ্যাৎ একটি শিশুর কোলে আরেকটি শিশুর জন্ম দিচ্ছে। যা মাতৃজনিত মৃত্যুর মত ঘটনা বেশি ঘটছে । তাই কৈশোরকালীন স্বাস্থ্যসেবা সচেতনতায় আমাদের সকলকে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবকদের ভ্রান্ত ধারনা দূর করে সারা জীবন যেন যেন এই কিশোর- কিশোরীরা ভালো থাকে সেদিকে নজর দিতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রেজাউল করিম, উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা  দিলীপ কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, গ্রামীণ জন উন্নয়ন (জিজেইউস) সিআরইএ প্রকল্প অফিসার পুষ্টিবিদ মো: বাবুল আখতার, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের প্রতিনিধি সুজয় চন্দ্র মজুমদার, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, কালবেলা উপজেলা প্রতিনিধি মো: শরীফ, তারুণ্যের কন্ঠস্বরের উপদেষ্টা পরিষদের সদস্য মো: নোমান, উপজেলা সহ-সমন্বয়কারী সাগর চন্দ্র রয় সহ তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা আরো বলেন, কেবল প্রজনন স্বাস্থ্যসেবা নয়, যেকোনো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুণগত মান ও সাম্য নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও তরুণ জনগোষ্ঠী যেন তাদের সুবিধামতো এবং বৈষম্য ছাড়া স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও কাজ করছে। স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করা ও বৈষম্য দূর করতে সবাইকে ভ‚মিকা রাখতে আহŸান জানান বক্তরা। উল্লেখ্য,কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তারা যেন নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারেন। তারুণ্যের কন্ঠস্বর ও ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ যৌথ ভাবে ভোলাতে কিশোর -কিশোরীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।





বিচারিক কার্যক্রম আরও সহজলভ্য করা হচ্ছে : প্রধান বিচারপতি

বিচারিক কার্যক্রম আরও সহজলভ্য করা হচ্ছে : প্রধান বিচারপতি

গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তরের চেষ্টা করছে সরকার :  শিক্ষা উপদেষ্টা

গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তরের চেষ্টা করছে সরকার : শিক্ষা উপদেষ্টা

ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে : নৌ-পরিবহন উপদেষ্টা

ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে : নৌ-পরিবহন উপদেষ্টা

বিদ্যুৎ-জ্বালানিতে মাথাপিছু ভর্তুকি ৩ হাজার টাকা: উপদেষ্টা

বিদ্যুৎ-জ্বালানিতে মাথাপিছু ভর্তুকি ৩ হাজার টাকা: উপদেষ্টা

হয়রানিমূলক মামলা ও গ্রেফতার ঠেকাতে সজাগ পুলিশ: অতিরিক্ত কমিশনার

হয়রানিমূলক মামলা ও গ্রেফতার ঠেকাতে সজাগ পুলিশ: অতিরিক্ত কমিশনার

জনগণের নয়, পুলিশ চাঁদাবাজ-সন্ত্রাসীর প্রতিপক্ষ: সিটিটিসি প্রধান

জনগণের নয়, পুলিশ চাঁদাবাজ-সন্ত্রাসীর প্রতিপক্ষ: সিটিটিসি প্রধান

সংস্কারের উসিলায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় : খন্দকার মোশাররফ

সংস্কারের উসিলায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয় : খন্দকার মোশাররফ

ভারত বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: রিজভী

ভারত বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: রিজভী

জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

তজুমদ্দিন ও লালমোহনে ধানের র্শীষ  প্রতীকের লিফলেট বিতরণ পথসভা

তজুমদ্দিন ও লালমোহনে ধানের র্শীষ প্রতীকের লিফলেট বিতরণ পথসভা

আরও...