অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনের গংগাপুর ইউনিয়নে গণশুনানী


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৩

remove_red_eye

২৫২

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি - ক্রিয়া' র উদ্যোগে গনশুনাণী (পাবলিক হেয়ারিং ) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার  গংগাপুর ইউনিয়ন পরিষদের নিচতলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে  কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি - ক্রিয়া'  উদ্যোগে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম,   উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম,  ক্রিয়া প্রকল্প সমন্বয়ক বাবুল আখতার, ক্রিয়া প্রকল্প কর্মকর্তা ইরিন ইসরাত, সাংবাদিক সহ আরও অনেকে।