অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


আইওএম-এর নতুন মিশন প্রধানের পরিচয়পত্র পেশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬

remove_red_eye

১৫৭

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের নতুন মিশন প্রধান ল্যান্স বনেউ আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা আইওএম-এর নতুন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানান।

তিনি নতুন প্রধানকে দক্ষ মানব সম্পদের জন্য নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজ করার পরামর্শ দেন।

 

 

তিনি কর্মসংস্থান অন্বেষণকারীদের জন্য ডাটাবেস তৈরি, দক্ষতা প্রোফাইলিং ও ম্যাচিংয়ের জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

বনেউ উল্লেখ করেছেন যে নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএম-এর কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারগুলোর অন্যতম।

পররাষ্ট্র উপদেষ্টা আইওএম-এর নতুন প্রধানকে বাংলাদেশে আইওএম-এর কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।





আরও...