অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে সমবায় সমিতির কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:১৬

remove_red_eye

২০৯

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আমিনাবাদ ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য ও জনসাধারণ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে চরফ্যাশন সদর রোডে মানববন্ধনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন ওই কমিটির ক্ষুব্ধ সদস্য ও জনসাধারণ।
এসময় মানববন্ধনকারীরা বলেন, চরফ্যাশন উপজেলা সমবায় কর্মকর্তা নিয়মবহির্ভূত ভাবে ব্যবস্থাপনা সমবায় সমিতির কমিটি গঠন করা হয়েছে। যেখানে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের কমিটির পদ-পদবী দেওয়া হয়েছে। দ্রæত সময়ের মধ্যে ওই কমিটি পুনরায় ভোটের মাধ্যমে সঠিক ভাবে কমিটি গঠন করতে হবে।
পরে এসব দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।