অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


লালমোহনে নদী থেকে লাগেজ ভর্তি তরুণীর মরদেহ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:১৪

remove_red_eye

৯৭

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় নদী থেকে লাগেজ ভর্তি অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেনের হাওলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় জেলেদের সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরেছি। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হবে। অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।