অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহন ওয়ারেন্টভূক্ত ৬ আসামি গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

২৪৪

আকবর জুয়েল, লালমোহন : লালমোহন উপজেলায় ওয়ারেন্টভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. নূরুল হক, ফিরোজ, শিবলু, আবু মুসা, মো. সিরুল এবং মো. ইলিয়াছ। এদের মধ্যে ইলিয়াছ এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া অন্যদের বিরুদ্ধে মারামারিসহ বিভিন্ন মামলা ছিল। ওইসব মামলায় তাদের বিরুদ্ধে আদালতের বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই অভিযান সব সময় অব্যাহত থাকবে।  


 





আরও...