অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১৪ই নভেম্বর ২০২৫ | ৩০শে কার্তিক ১৪৩২


সরকার দ্রুত নির্বাচন দেবে, আশা মেজর (অব.) হাফিজের


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫১

remove_red_eye

২০২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের সংগ্রাম তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করার সংগ্রাম, যা নির্বাচিত সরকারই করতে পারে।  

তিনি বলেন, আমরা আশা করব, যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।

আমরা সব ধরনের সংস্কার করার জন্য প্রস্তুত আছি। যা কিছু সংস্কার করা প্রয়োজন, সেসব সময়সাপেক্ষ আর এসব করার জন্য ম্যান্ডেট পায় নির্বাচিত সরকার।

 

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশালে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, দ্রব্যমূল্যেরও ঊর্ধ্বগতি করে দিয়েছে। আর এগুলো নিয়ন্ত্রণের জন্য, জনজীবনে শান্তিশৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।  

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক, সেসব দুর্বল সরকার। জনগণ নিজেরা কষ্ট করে ব্যালট বাক্সের মাধ্যমে যে সরকারকে প্রতিষ্ঠিত করবে, সেই সরকার জনগণের প্রতিনিধি হয়ে সব ধরনের সংস্কার করতে বাধ্য থাকবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি, আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, তারা সব সংস্কারকাজ করবে। বর্তমান সরকার যা করতে চায় কিংবা তারা যে সুপারিশ করবে, তা আগামী দিনে জনগণের নির্বাচিত সরকারের বিষয়টি বিবেচনা করে করাটা প্রয়োজন।  

বিএনপির এ নেতা বলেন,  সংস্কারের যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশের সমাজদেহের রন্ধ্রে রন্ধ্রে যে ধরনের অন্যায়-অবিচার হয়েছে, পাশাপাশি ক্ষমতার লোভে দুর্নীতিবাজরা যে ব্যাপক দুর্নীতি করে গেছে, তাতে সংস্কার প্রয়োজন এবং অবিলম্বে তাদেরও বিচারের আওতায় আনা উচিত।

তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি, সামনেও দেব। তার ওপর আমাদের আস্থা রয়েছে। কিন্তু নানাজনের নানান কথায় তিনি যাতে প্রভাবিত না হন, সেটিই আমরা আশা করব।

তিনি আরও বলেন, আমরা রাহুমুক্ত হয়েছি, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দুর্নীতি, নানা অপকর্ম, মানি লন্ডারিং, গায়েবি মামলাসহ সব ধরনের অত্যাচার-অনাচার থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেয়েছে।
 
এ সময় তার সঙ্গে বরিশালে জেলা আইনজীবী সমিতি ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।





ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

ভোলা-বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে তেঁতুলিয়া নদী পেরিয়ে ছাত্র যুবকের ঢাকার পথে লংমার্চ

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আরও...