অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক আফসার উদ্দিন বাবুলকে শেষ বিদায়


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৩০শে মে ২০২০ বিকাল ০৪:৫০

remove_red_eye

১৭১৩

অচিন্ত্য মজুমদার :: হাজারো প্রাাণের শ্রদ্ধা ভালোবাসা, চোখের পানি আর ফুলের ছোঁয়ায় চিরবিদায় জানানো হলো ভোলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আফসার উদ্দিন বাবুলকে। আজ শনিবার বাদ জোহর শহরের ওবায়দুল হক মহা বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক অধ্যক্ষ সাংবাদিক, সংগীত শিল্পী আফসার উদ্দিন বাবুলের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে স্মরণ সমাবেশে অনলাইন ভার্চুয়াল সিস্টেমে ঢাকার বনানীর বাসভবনে বসেই বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য  সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় তিনি বলেন, ভালো মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। তাই বলা হয় ভালো মানুষের মৃত্যু নেই। সকলকে ভালো মানুষ হওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, ভালো মানুষকে সকলেই ভালো বাসেন। তিনি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। এ সময় সদ্য প্রয়াত  আফসার উদ্দিন বাবুলের ৪০ বছর দৈনিক ইত্তেফাকের সাংবাদিকতা, ৩০ বছরের শিক্ষকতা, ৬০ বছরের শিল্পী জীবনের নানা দিক তুলে ধরার পাশপাশি ৬৮ বছরে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার কথা তুলে ধরেন তোফায়েল আহমেদ।

এ সময় তিনি ভারাক্রান্ত হৃদয়ে আবেগ প্রবণ হয়ে ওঠেন। সংক্ষিপ্ত শোকসমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মরহুমের পুত্র স্বপ্ন আফসার। জানাজায় অংশ নেয়ার পাশপাশি শোক জানান, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি ও নিজাম হাসিনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান নিজামুদ্দিন,জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, প্রেসক্লাব সভাপতি এম, হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্তমাহামুদ, অধ্যক্ষ মহসিন গোলদার, অধ্যক্ষ মাকসুদুর রহমান, ভোলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ ছালাউদ্দিন হাওলাদার, ওই সংগঠনের সম্পাদক নুরুল আমিন নুরন্নবী, নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের, ভোলা থিয়েটার সভাপতি নাসির লিটন, সুরেরধারার পরিচালক উত্তম ঘোষ, আবৃত্তি শিল্পী অতনু করাঞ্জাই, তবলা শিল্পী ভাস্কর মজুমদার।

প্রেসক্লাবে শ্রদ্ধাজ্ঞাপন: এর আগে শেষ বারের মত শ্রদ্ধা জানানোর জন্যে ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক  দক্ষিনাঞ্চলের পথিতযশা সংগীত শিল্পী আফসার উদ্দিন বাবুলের মরদেহ রাখা হয় ভোলা প্রেসক্লাব প্রাঙ্গণে। সকাল সোয়া ১০ টায় সেখানে তার নিথরদেহ আনা হলে দীর্ঘদিনের সহকর্মীরা ফুল দিয়ে শেষ বারের মত শ্রদ্ধা জানান।

এসময় গুণী এই ব্যক্তিত্বকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মরণ আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দফতর সম্পাদক ছিদ্দিকুল্লাহ, নির্বাহী সদস্য বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জুন্নু রায়হান, সময় টিভি প্রতিনিধি নাসির লিটন,  মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমান, একুশটিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, যায়যায় দিন প্রতিনিধি মোঃ ফয়েজ আহমেদ, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু, ডিবিসি প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, সাংবাদিক তৈয়বুর রহমানসহ অন্যান্য সাংবাদিকরা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান । আফসার উদ্দিন বাবুল গত এক বছর ডায়বেটিকসসহ ম্যানেনজাইটিকস রোগে ভুগছিলেন। শুক্রবার রাত ১০টা ২২ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।