অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ৩ জনকে পিটিয়ে আহত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৪ রাত ১০:৪৬

remove_red_eye

১৮০

দোকান ভিটার বিরোধ নিয়ে দ্বন্ধ

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে নিজের ওয়ারিশ সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে গ্রেজের দোকান করে আসছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর।ওই দোকানকে দেয়াল করার প্রস্তুতি নিলে,স্থানীয় জাকির ফরাজির নেতৃত্বে ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ফরাজী বাজারের উত্তর মাথায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরাজি বাজার এলাকার কালু মিস্ত্রীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর(৫৬) তার পৈতৃক ওয়ারিশ সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ জড়াজীর্ণ ঘরে দোকান চালিয়ে আসছে। ওই দোকানকে দেয়াল করার প্রস্তুতি নিলে পাশ্ববর্তী নেছার ফরাজী তার দলবল নিয়ে ঘর করতে বাঁধা দিলে তাদের সাথে কথা কাটাকাটি হয়।পরে জাকির ফরাজির নেতৃত্বে নাজিম, জাহিদ, জয়নাল ফরাজী, রাজিব, রাসেল, জিহান,শাকিলসহ প্রায় ১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অশ্র, দা, ছেনি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে তাদেরকে আতর্কীত ভাবে হামলা করে বেধরক মারধর করে। এঘটনায় জাহাঙ্গীরসহ তার দুই কন্যা ঝর্ণা বেগম ও লাকি বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।এঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠ বিচারের দাবী জানায়। এ বিষয়ে অভিযুক্ত নেছার ফরাজির নিকট জানতে চাইলে তিনি জানান, জাহাঙ্গীর আমাদের কাঁঠাল গাছ কাটায় বাঁধা দেই এতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আরও...