অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত হবে : মেজর হাফিজ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

২৭৫

আকবর জুয়েল, লালমোহন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত এলাকায় খেলাধুলার সুন্দর পরিবেশ নিশ্চিত করা হবে। প্রত্যন্ত অঞ্চলের খেলার মাঠগুলোকে সুন্দর গ্যালারী করে দৃষ্টিনন্দন মাঠে রুপান্তরিত করা হবে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ভোলার লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ফইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহন করেন চরফ্যাশন উপজেলার সূর্য সৈনিক স্পোটিং ক্লাব বনাম রমাগঞ্জ ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রমাগঞ্জ ফুটবল একাদশ ৫ এবং চরফ্যাশন সূর্য সৈনিক স্পোটিং ক্লাব ৪ গোল দিতে সক্ষম হয়। ফলে রমাগঞ্জ ফুটবল একাদশ ১ গোলের ব্যবধানে বিজয় অর্জন করে। খেলা দেখতে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মেজর হাফিজ। খেলাটি আয়োজন করেন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। ফাইনাল খেলায় প্রধান রেফারী হিসেবে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক ঝান্টু, সদস্য সচিব জাকির ইমরান, বিএনপির ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার আহবায়ক ও খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।





আরও...