অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে রক্তদান ও ফ্রি ব্লাডগ্রুপ টেস্ট ক্যাম্পিং


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৪

remove_red_eye

২৯৪

দৌলতখান প্রতিনিধি : 'সুন্দর মানসিকতাই পারে  একটি  সুন্দর সমাজ গড়ে তুলতে' এ শ্লোগানে ভোলার দৌলতখানে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাডগ্রুপ টেস্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে  এ্যাকোম্পেনি ফর ডেভলপমেন্ট (এ.ডি)  এ্যাসোসিয়েশনের আয়োজনে এ রক্তদান ফ্রি বøাডগ্রæপ টেস্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বায়ক  ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরি, যুবদল নেতা রিয়াজ রহমান ও জহিরুল ইসলাম সহ অনেকে।